Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

ফটিকছড়ির বিদ্যালয়ে সারাক্ষণ জ্বলে বাতি ; নামানো হয় না জাতীয় পতাকা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি ,চট্টগ্রাম :
জেলার ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি রোসাংগিরী ইউনিয়নের শীলের হাট সংলগ্ন শতবর্ষী একটি শিশুতোষ বিদ্যা নিকেতন। শুক্র ও শনিবার সপ্তাহিক বন্ধেও সারাক্ষণ জ্বলে বৈদ্যুতিক বাতি। বৃহস্পতিবার সকালে যে পতাকা উঠানো হয় সেটি ওই দিন স্কুল ছুটির পর নামানো হয় না। উড্ডয়মান পতাকাটি শুক্র- শনিবার বরাবরই দন্ডায়মান থেকে যায়।বিষয়টি এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

 

১১ জানুয়ারী, শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়,বিদ্যালয় গৃহের সামনে উড়ানো অবস্থায় রয়েছে জাতীয় পতাকা। এ সময় বারান্দার দুই পাশে জ্বলছে দুটি বৈদ্যুতিক বাল্ব।

 

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা জানান এরকম ঘটনা নিত্য দিনের।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলছুমা বেগমের কাছে জানতে চাইলে বলেন, এটি একটি অনবিপ্রেত ঘটনা। বিদ্যালয়ের দপ্তরী হয়তো ভুলে গিয়ে কাজটি করতে পারেনি। আশা করি ভবিষ্যতে এমনটা আর হবে না।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরীর মন্তব্য জানতে তার মুঠো ফোনে একাধিক বার কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খবর নিয়ে এক্ষুনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button