Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পাহাড়ে সেনা শাসন চলছে বলে গুজব ছড়াচ্ছে স্বার্থান্বেষী মহল -ব্রিগেডিয়ার শরীফ মো. আমান হাসান

স্টাফ রিপোর্টার.খাগড়াছড়ি:
পাহাড়ি জনপদ পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান এসপিপি, এনডিসি, পিএসসি।

 

সোমবার ১১ নভেম্বর সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাব সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

গুজব বন্ধে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম উল্লেখ্য করে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার শরীফ মো. আমান হাসান বলেন, “ সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। সঠিক তথ্য জেনে তা পরিবেশনের মাধ্যমে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা লিখে গুজব প্রতিরোধ করতে হবে। স্বার্থান্বেষী একটি মহল কর্তৃক পাহাড়ে সেনা শাসন চলছে বলে গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃত পক্ষে পার্বত্যাঞ্চলে কোনো সেনা শাসন নয়, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান রয়েছে। দুর্নীতি, অনিয়ম প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। তিনি সত্যকে মিথ্যার সাথে না মিশিয়ে সত্যটা প্রকাশ করার মাধ্যমে গুজব প্রতিরোধে কাজ করার আহবান জানান।

 

খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর জাবির সোবহান মিয়াদ, প্রেসক্লাবের সহ-সভাপতি জহুরুল আলম, এইচএম প্রফুল্ল, শাহরিয়ার ইউনুস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার সহ বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।

 

সভায় জেলার ৯টি উপজেলা সহ জেলা সদরে কর্মরত সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনেরালের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button