পার্বত্য চট্টগ্রাম নিয়ে এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে – দীপংকর তালুকদার এমপি
চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি : নানিয়ারচর উপজেলা প্রশাসনের উদোগে কর্মকর্তা, জন প্রতিনিধি, হেডম্যান -কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গে সাথে মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম নিয়ে এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
দীপংকর তালুকদার এমপি বলেন এ ষড়যন্ত্রকে রুখে দিতে পাহাড়ের সকল জনগণকে এক হয়ে কাজ করতে হবে। তিনি বলেন অবৈধ অস্ত্রের মুখে প্রতিকুল অবস্থায় আমাদের পার্বত্য অঞ্চলে সরকারের উন্নয়নের কাজ সমূহ করতে হচ্ছে এবং যতদিন পর্যন্ত পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার হবে না ততদিন পর্যন্ত পাহাড়ে শান্তি আসবে না। সেনাবাহিনীর অভিযানের কারনে আমাদের জনজীবন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। তিনি পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর স্বাগত জানিয়ে বলেন পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রাখতে হবে।
২৮ ফেব্রুয়ারী (সোমবার) সকালে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ- ফজলুর রহমান, নানিয়ারচর জোন সুদক্ষ দশের লেঃ ফয়জুর রহমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব, জেলা পরিষদ সাবেক সদস্য ত্রিদিব কান্তি দাশ, নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা সহ হেডম্যান কার্বারীরা বক্তব্য রাখেন।
দীপংকর তালুকদার এমপি বলেন, অন্যান্য যায়গায় আমরা দেখতে পারি, বিশ্ববিদ্যালয়ের স্থাপনের জন্য আন্দোলন করা হয়, অথচ আমাদের এখানে আন্দোলন করা হয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপন না করার জন্য।
এর আগে এডিপির অর্থায়নে ১ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার নতুন বাসভবনের ও রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে ১৫ লক্ষ টাকা ব্যয়ে নানিয়ারচর উপজেলার চেঙ্গী ব্রীজের সংলগ্নে উপজেলার সৌন্দর্য্য বর্ধন, বঙ্গবন্ধু গ্যালারী ও বঙ্গবন্ধু ভাস্কর্য্যরে ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।