Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়ি সিমান্তে ৩৬ বস্তা শুকনো ঔষধি লতা আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি ,খাগড়াছড়ি প্রতিনিধি : জেলার পানছড়ির সীমান্ত সংলগ্ন থেকে ৩২ বিজিবি-র অভিযানে ৩৬ বস্তা শুকনো ঔষধি লতা আটক করা হয়।

 

সুত্র জানায় , সীমান্ত সংলগ্ন এলাকায় টহলরত থাকা অবস্থায় অবৈধভাবে বনজ সম্পদ পাচারকালে ৩২ বিজিরি রুপসেন পাড়ার সীমান্ত ক্যাম্পের নায়েব সৃবেদার মোঃ মোসলেম উদ্দিনের নেতৃত্বে ৩৬ বস্তা আনুমানিক ১৩৬৮ কেজি শুকনো ঔষধি লতা ( চুইং জ্বাল ) আটক করে । তবে কাউকে আটক করা সম্ভব হয় নি। আটককৃত বনজ সম্পদ ৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার পানছড়ি বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

 

পানছড়ি বন কর্মকর্তা জাহেদ হোসেন , বিজিবি কর্তৃক ৩৬ বস্তা আনুমানিক ১৩৬৮ কেজি শুকনো ঔষধি লতা ( চুইং জ্বাল ) জমা দানের বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারীরা অবৈধভাবে বনজ ঔষধি লতা, গাছের ছাল সংগ্রহ করলেও দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় সেনাবাহিনী ও বিজিবি ছাড়া আমরা তা ঠেকাতে পারিনা । সকলের সহযোগীতা নিয়েই আমাদের তা রোধ করতে হবে।

Related Articles

Back to top button