Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্ভোধন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি  :
জেলার পানছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” । আগামী ১৭ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ পালিত হবে।

১৫ নভেম্বর ২০২২ মঙ্গলবার সকালে পানছড়ি ফায়ার সার্ভিস কার্যালয় চত্ত্বরে প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ সালাম গ্রহণ শেষে জাতীয় পতাকা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

 

উদ্বোধন শেষে ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার মঈন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অথিতি রুবাইয়া আফরোজ,থানা ওসি (তদন্ত) কামরুজ্জামান প্রমুখ।

 

পানছড়ি স্টেশন অফিসার মঈন উদ্দিন জানান আগামী ১৭ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষে পুরো উপজেলায় সচেতনতা মূলক পোস্টার ও লিফলেট বিতরণ, উদ্ধার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি প্রদর্শন, যান্ত্রিক র‌্যালি বের করা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Related Articles

Back to top button