Breakingচট্টগ্রাম অঞ্চলরাজনীতিসারাদেশ

নাজিরহাট পৌর নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, ফটিকছড়ি ,চট্টগ্রাম :
নির্বাচনী অফিস ভাঙচুর ও কর্মীদের মারধরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে নাজিরহাট পৌরসভা নির্বাচনে জগ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট ইসমাঈল গণি।

 

১২ মার্চ রবিবার দুপুরে নাজিরহাট বাজারে তাঁর প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্যে মেয়র প্রার্থী ইসমাঈল গণি বলেন, প্রতীক বরাদ্দের পর আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা শুরু করি। গতকাল আমার নির্বাচনী কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কতিপয় যুবক। কয়েকদিন আগে পৌরসভার ৯ নং ওয়ার্ডের শাহ চৌমুহনী এলাকায় মাইকিং করতে বাঁধা দিয়েছে নৌকার কর্মী সমর্থকেরা। এছাড়া, মাইকিং কাজে নিয়োজিত এক কর্মী কর্মীকেও মারধর করেছে কিছু যুবক।

 

এদিকে শনিবার শাহ চৌমুহনী এলাকায় জগ মার্কার অফিস ভাঙচুর ও বিভিন্ন স্থানে পোস্টার ছিড়ে ফেলে দুষ্কৃতীকারিরা। পাশাপাশি ভোটের দিন ভোট কেন্দ্রে এজেন্ট দেওয়া যাবে না বলেও হুমকি দিয়েছে কতিপয় যুবক।

উল্লেখ্য নির্বাচন সামনে রেখে জমে উঠেছে প্রচারণা। তফশীল অনুযায়ী ১৬ মার্চ ২০২৩ অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।

Related Articles

Back to top button