Breakingঅপরাধপার্বত্য অঞ্চলবান্দরবান

নাইক্ষ্যংছড়িতে স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালায় রোজিনা আক্তার নামের এক সন্তানের জননী স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ বছর আগে উপজেলার সদর ইউনিয়নের ঘোনার পাড়ার সোলতান আহমদের ছেলে মোঃ জসিম উদ্দিন এর সাথে একই উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি গ্রামের ইউছুফ আলীর মেয়ে রোজিনা আক্তার এর প্রেমের সম্পর্কে বিয়ে হয়। পারিবারিকভাবে উভয় পক্ষ মেনে নিয়ে সংসারিক জীবন শুরু করে তারা।


নিহতের মা শাহেনা আক্তার এ প্রতিবেদককে জানান, ৩বছর আগে চাকঢালা গ্রামের দিন মজুর জসিম উদ্দিনের সাথে তার মেয়ে রোজিনার প্রেম করে বিয়ে হয়। তাদের সংসারে লুৎফা আক্তার নামের ১৫ মাসের একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুর খবর দুপুর ২টায় আমার ভাশুরের মেয়ের মাধ্যমে জানতে পারি। একই ওয়ার্ডের মেম্বার মোঃ ইউসুফ জানান, সোমবার দুপুর ২টায় মৃত রোজিনার স্বামী জসিম উদ্দিন আমাকে মোবাইল ফোনে জানান, আমার স্ত্রী রোজিনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সাথে সাথে আমি ঘটনাটি চেয়ারম্যানকে অবহিত করি।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন.খবর পেরে সঙ্গীয় ফোর্সসহ ওয়ার্ড মেম্বারকে নিয়ে জসিমের বাড়ির সামনের রুম থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই ঘটনার বিস্তারিত জানা যাবে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Related Articles

Back to top button