Breakingঅপরাধপার্বত্য অঞ্চলবান্দরবানশীর্ষ সংবাদসারাদেশ

থানচিতে র‌্যা‌বের সংগে জঙ্গী সংগঠনের সংঘর্ষ ; ৫ জঙ্গি আটক

স্টাফ রিপোর্টার, বান্দরবান :
বান্দরবানের থানচি ও রুমা দুই উপজেলা সীমান্তে রেমাক্রি প্রাংসা ইউনিয়‌নের ২৪ কি‌লো এলাকায় নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় র‌্যাবের সা‌থে কু‌কি‌চিন ও জঙ্গি বা‌হিনীর সা‌থে গু‌লি বি‌নিময় হ‌য়ে‌ছে। এসময় ৫ জন জ‌ঙ্গি‌কে আটক ক‌রে‌ছে র‌্যাব। গোলাগু‌লির ঘটনায় র‌্যা‌বের ৮ জন সদস‌্য আহত হ‌য়ে‌ছে।

 

৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার ‌বিকা‌লে তমাতু‌ঙ্গি‌ পর্যটন কেন্দ্রে ঘটনাস্থল প‌রিদর্শনে এসে র‌্যা‌বের প্রধান মহা পরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন সাংবা‌দিক‌দের প্রেস ব্রিফিং কালে উপরোক্ত কথা বলেন।

 

তি‌নি জানান, সকা‌লে থান‌চি রুমা দুই উপজেলা সীমান্তে রুমা উপজেলা ৪ নং রেমাক্রিপ্রাংসা দোলিচান ম্রো পাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। এ সময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গি ও কু‌কি‌চিনের সদস্যরা। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দু’পক্ষের গোলাগু‌লি শুরু হয়। র‌্যা‌বের অ‌ভিযা‌নে এ পর্যন্ত ৪৩ জন জ‌ঙ্গি সংগঠ‌নের সদস‌্য ও ১৪ জন কু‌কি‌চিন সংগঠ‌নের সদস‌্যকে আটক করা হ‌য়ে‌ছে। অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে ব‌লেও জানান তি‌নি। এসময় র‍্যাবের উধ্বর্তন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

 

র‌্যাব সূত্রে জানা যায়, সম্প্রতি উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় হিজরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হয় ১৯ জেলার ৫৫ তরুণ। এ তরুন‌দের অ‌নেকেই জঙ্গিবাদে জড়িয়ে নতুন করে কথিত হিজরতের নামে ঘর ছে‌ড়ে জামাতুল আনসারের হয়ে পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নেয়। এসব আস্তানায় হিজরত করা তরুণদের ভারি অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয় এক‌টি উপজাতি সন্ত্রাসীদল। নতুন এ জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দেয়া উপজাতি সন্ত্রাসী সংগঠ‌নের নাম ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ (কেএনএফ)। বিষয়‌টি জানার পর গত ১৭ অ‌ক্টোবর ২০২২ থে‌কে জ‌ঙ্গি ও সন্ত্রাস নির্মূল কর‌তে অ‌ভিযা‌নে না‌মে র‌্যাব ও সেনাবা‌হিনী।

Related Articles

Back to top button