Breakingখাগড়াছড়িদুর্ঘটনাপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে বিআরটিসি -জিপ মুখোমুখি সংঘর্ষ

মো.মোকতাদের হোসেন , মানিকছড়ি, খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাতি মুড়া এলাকায় বিআরটিসি ও জীপ মুখোমুখি সংঘর্ষে থুবড়ে পরেছে দুটি গাড়ি। এতে অনেকে গুরুতর আহত হলেও মারা যায়নি কেউ।

সরজমিনে জানা যায় ,গুরুতর আহত তিনজনকে চমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।বাকিদের মানিকছড়ি উপজেলা সরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহত অংগ্জু মারমা (২৭) আব্দুল খালেক (৪৫) মো সহিদুর ইসলাম (৪৬) কে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আহতদের চাথাপ্রু মগ (২৫) মো ইলিয়াছ (৫২) লোপা মার্মা(২৬) মো আলী হোসেন (৩১) (ড্রাইভার) মো সালাউদ্দিন (৪৪) চহলা মার্মা (২৫) তানিমং মারমা(৩০) উলাপ্রু মারমা (২২)চাহরা মারমা (২১) উহলাচি মারমা (২০) কে মানিকছড়ি সরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায় , চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিআরটিসি যাত্রীবাহী বাস ( চট্র- মেট্রো- ব, ১৫-৫৪২১) অপর দিক থেকে আসা যাত্রীবাহী জীপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হাতি মুড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মৃতের খবর পাওয়া যায় নি।

Related Articles

Back to top button