চট্টগ্রামে অর্ধ দিবসের হরতাল শান্তি পূর্ণভাবে আংশিক পালিত

চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম : চট্টগ্রামে অপ্রীতিকর ঘটনা ছাড়াই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা অর্ধ দিবসের হরতাল শান্তি পূর্ণভাবে আংশিক পালিত হয়েছে।
সিপিবি নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ হরতালের সমর্থনে অবস্থান কর্মসূচি, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল করলেও সংখ্যায় ছিলো অনেক কম। অপরদিকে হরতাল প্রতিরোধের ঘোষণা দিলেও রাজপথে দেখা যায়নি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগকে। নগরীর দারুল ফজল মার্কেটস্থ নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নিচে হরতাল বিরোধী সমাবেশ করার কথা থাকলেও কোন নেতা -কর্মীকে সেখানে দেখা যায়নি।
সোমবার (২৮ মার্চ ২০২২) সকাল ৬টা থেকে নগরীর নিউ মার্কেটের সামনে হরতালের সমর্থনে অবস্থান কর্মসূচি পালন করে। স্লোগানে স্লোগানে মূখর করে রাখে হরতাল সমর্থকরা।
সরেজমিন দেখা গেছে, হরতালের মধ্যেও নগরীতে যানবাহন চলাচল করেছে। তবে ব্যক্তিগত গাড়ি এবং গণ পরিবহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম লক্ষ্য করা গেছে। এ কারনে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। নগরীর স্টেশন গুলোতে গাড়ির জন্য যাত্রীদের ঝটলা দেখা গেছে।
এদিকে নিউ মার্কেট এলাকা ছাড়াও ছোটপুল, জামাল খান সহ কয়েকটি স্থানে মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা সভাপতি অশোক সাহার সভাপতিত্বে নিউ মার্কেট মোড়ের সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ নেতা মহিন উদ্দিন, আল কাদেরী জয়, গণ সংহতি আন্দোলন নেতা হাসান মারুফ রুমি, কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সহ-সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া সহ অনেকে। বিপুল সংখ্যক নেতা-কর্মী এতে উপস্থিত ছিলেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, হরতালের সমর্থকরা নগরীর নিউ মার্কেট এলাকায় অবস্থান নিয়ে মিছিল-সমাবেশ করেছে। তারা যাতে কোন ধরনের ধ্বংসাত্মক কোন কর্মকান্ড করতে না পারে এজন্য পুলিশ সতর্ক অবস্থানে ছিল। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।