Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

গুইমারাতে সার্বজনিন বৈসাবি উদযাপন

গুইমারা, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বৈসাবি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।

 

১২ এপ্রিল বিকালে আমতলী পাড়া থেকে সার্বজনীন বৈসাবি উদযাপন কমিটির আয়োজনে শোভাযাত্রায় নেতৃত্ব দেন অংক্যচিং মারমা ও তানিমং মারমা।

 

শোভাযাত্রা টি গুইমারা বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে রামসু বাজার এলাকায় গিয়ে শেষ হয়। শত শত পাহাড়ি নারী-পুরুষের বর্ণিল পোশাকে অংশ গ্রহণে রঙিন করে তোলে।

 

বৈসাবি মানেই রঙে-বর্ণে বৈচিত্র্যময় এক ঐতিহ্যবাহী উৎসব। বিজু-সাংগ্রাই-বৈসু, যে নামেই বলা হোক না কেন, এ উৎসব যেন পাহাড়িদের প্রেরণা-পাহাড়ের সংস্কৃতির জাগরণ।

শোভাযাত্রার ব্যানারে ঐতিহ্যের শক্তিতে বলিয়ান হয়ে স্ব স্ব জাতি সত্তার পরিচয় তুলে ধরার আহবান জানানো হয়েছে।

Related Articles

Back to top button