গাজা ও মোটর সাইকেল সহ একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি : জেলার পানছড়িতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে গাঁজা সহ একটি মোটর সাইকেল আটক করে বলে জানা যায়।
পুলিশ ও বিজিবি সুত্রে জানা যায়, ১৬ জুন দিবাগত রাত সাড়ে বারোটার দিকে লোগাং বিজিবি ক্যাম্প সংলগ্ন রাস্তায় টহলরত বিজিবি ও পুলিশের অভিযানে রত্নসেন পাড়ার দেব কুমার চাকমার ছেলে চিত্তোরণ চাকমাকে ২ কেজি গাজা ও ১ টি প্লাটিনা মোটর সাইকেল আটক করে। আটককৃত গাজা সমতলে চালান করা হয় বলে জানা যায়। অভিযানে পানছড়ি থানার সাব ইন্সপেক্টর মো. ইমদাদুল ও ৩ বিজিবি-র নাযেব মো. মোশারফ হোসেন সহ সঙ্গীয় ফোর্সগন অংশ গ্রহন করে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল ইসলাম বলেন, মাদক সেবনকারী- ব্যবসায়ী , চোরা কার্বারীদের দমন করতে ও এলাকায় সুন্দর পরিবেশ টিকিয়ে রাখতে পানছড়ি থানা পুলিশ কাজ করে যাচ্ছে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ১৭ জুন ২০২২ আসামীকে খাগড়াছড়ি জেল হাজতে পাঠানো হয়েছে।