Breakingঅপরাধখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

গাজা ও মোটর সাইকেল সহ একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি : জেলার পানছড়িতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে গাঁজা সহ একটি মোটর সাইকেল আটক করে বলে জানা যায়।

পুলিশ ও বিজিবি সুত্রে জানা যায়, ১৬ জুন দিবাগত রাত সাড়ে বারোটার দিকে লোগাং বিজিবি ক্যাম্প সংলগ্ন রাস্তায় টহলরত বিজিবি ও পুলিশের অভিযানে রত্নসেন পাড়ার দেব কুমার চাকমার ছেলে চিত্তোরণ চাকমাকে ২ কেজি গাজা ও ১ টি প্লাটিনা মোটর সাইকেল আটক করে। আটককৃত গাজা সমতলে চালান করা হয় বলে জানা যায়। অভিযানে পানছড়ি থানার সাব ইন্সপেক্টর মো. ইমদাদুল ও ৩ বিজিবি-র নাযেব মো. মোশারফ হোসেন সহ সঙ্গীয় ফোর্সগন অংশ গ্রহন করে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল ইসলাম বলেন, মাদক সেবনকারী- ব্যবসায়ী , চোরা কার্বারীদের দমন করতে ও এলাকায় সুন্দর পরিবেশ টিকিয়ে রাখতে পানছড়ি থানা পুলিশ কাজ করে যাচ্ছে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ১৭ জুন ২০২২ আসামীকে খাগড়াছড়ি জেল হাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button