খাগড়াছড়ির রামগড়ে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চেঙ্গী দর্পন প্রতিবেদক , রামগড় ,খাগড়াছড়ি : জেলার রামগড়ে চোলাই মদ সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামগড় থানা পুলিশ।
সোমবার ১৯ সেপ্টেম্বর /২২ দিবাগত রাত সাড়ে ৯টায় রামগড়ের দারোগা পাড়া এলাকায় ২০ লিটার চোলাই মদ সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, রামগড় পৌরসভার দারোগা পাড়ার মৃত হোসেন আহম্মদের ছেলে আবু বক্কর (৪০), মৃত আজিজুল হকের ছেলে আনোয়ার হোসেন (২৬), ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম শিলুয়ার বাসিন্ধা মৃত মন্টু মিয়ার ছেলে মো. রাসেল (২৫) ও মৃত ওহিদুর রহমানের সন্তান ছেলে মনির আহমদ (৪২)।
সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই (নিঃ) মহসিন মস্তফার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স গনের সহায়তায় অভিযানকালে পৌরসভাস্থ দারোগা পাড়া ম্রাসানাই এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ২০ লিটার চোলাই মদ সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাই মদ সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।