Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

খাগড়াছড়িতে নৌকা প্রার্থীর সমর্থনে প্রচারণা শুরু; গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে নৌকা প্রার্থীর সমর্থনে প্রচার প্রচারণা শুরু হয়েছে। সকালে জেলা সদরের বেতছড়িমুখ এলাকায় গণসংযোগ করে নৌকার পক্ষে প্রচারণা শুরু করেন নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

 

 

এরপর জেলার মাইসছড়ি ও মহালছড়ির পথে পথে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রার্থীকে স্থানীয় বাসিন্দারা ডাক-ঢোল বাজিয়ে প্রার্থীকে বরণ করে নেয়া হয়।

 

 

প্রচারণাকালে নৌকার প্রধান নির্বাচনী এজেন্ট চাইথো অং মারমা, আওয়ামী লীগ নেতা নীলোৎপল খীসা, কল্যান মিত্র বড়ুয়া, দিদারুল আলম, সুনীল চাকমাসহ হেডম্যান কার্বারিরা উপস্থিত ছিলেন।

 

 

তবে এখনো অন্য প্রার্থীদের প্রচারণা দেখা যায়নি। খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ৪ জন প্রতিদ্বন্ধিতা করছেন।

Related Articles

Back to top button