আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির বার্ষিক বনভোজন ও সংবর্ধনা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, আনোয়ারা, চট্টগ্রাম :
আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির বার্ষিক বনভোজন ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে উপজেলার বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি পার্কে একাডেমির পরিচালক ও আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির শাহ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইশতিয়াক ইমন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে একাডেমির পরিচালনা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবদুল্লাহ আল মুমিন, চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ,আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক,সাংবাদিক ইমরান এমি,স্বাগত বক্তব্য রাখেন আনোয়ারা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মোরশেদ হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন হেলাল,উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন,চেয়ারম্যান অসিম কুমার দেব,উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর সালেহ,জেলা ক্রিকেট ও আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির হেড কোচ মাহাবুব উল করিম মিটু,পল্লী বিদ্যুতের ডিজিএম জসিম উদ্দিন, সাংবাদিক নুরুল আবছার তালুকদার, দক্ষিণ জেলা যুবলীগ নেতা এম আলী আব্বাস,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো.ইদ্রীস,সাংবাদিক ইমরান হোসেন,মো.সোহেল,সাজ্জাদ হোসেন, নেজাম উদ্দিন,মহিউদ্দিন মঞ্জুর, জিন্নাত আয়ুব,আমজাদ হোসেন,ক্রীড়া শিক্ষক এনামুল হক,উপজেলা ক্রিকেট একাডেমির সহকারী পরিচালক ইশতিয়াক খান অভি,বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো.রাশেল উপস্থিত ছিলেন।
সংবর্ধনা শেষে চট্টগ্রামের খ্যাতমান শিল্পী আলাউদ্দিন তাহের ও প্রিয়া মনি সহ বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন।