অস্বচ্ছল পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনা বাহিনী
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ,খাগড়াছড়ি :
মানবিক সেবায় অংশ হিসেবে গরীব, অস্বচ্ছল ও হত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খাগড়াছড়ি সদর সেনা জোন।
২৭ জানুয়ারি ২০২৪ শনিবার সকালে খাগড়াছড়ি সদরস্থ গোলাবাড়ী ইউনিয়নের বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর সেনা জোন উপ-অধিনায়ক মেজর মোঃ সিদ্দিকুল ইসলাম ২০০ দুঃস্থ পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
বিতরণকালে জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিম কালে জোন উপ অধিনায়ক বলেন, তীব্র এই শীত-কে মোকাবেলা করতে সেনা জোনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার সমূহ যাতে সঠিকভাবে ভোগ করতে পারে সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে আসছে। খাগড়াছড়ি সদর যেকোন পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় বেসামামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তায় সবসময় পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে। শান্তি,সম্প্রীতি এবং উন্নয়নের মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে।
আমরা সকলেই এদেশের মানুষ। এ জেলার উত্তরোত্তর উন্নতি এবং আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
ভবিষ্যতেও পাহাড়ী -বাঙ্গালী জনসাধারণ সহ পাহাড়ের বসবাসরত জনগনের জনগনের আর্থ- সামাজিক উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী এমন উদ্যোগ অব্যাহত থাকবে। সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা,চিকিৎসা- সহ সকল ধরনের সহযোগীতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
এ সময় মাস্টার ওয়ারেন্ট অফিসার শামীম হোসেন,ওয়ারেন্ট অফিসার আবদুল আহাদ, সার্জেন্ট জিয়াউর রহমান, স্থানীয় জন প্রতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।