Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

মানিকছড়িতে কৃষি প্রণোদনা বিতরণ ও জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

চেঙ্গী দর্পন প্রতিবেদক , মানিকছড়ি , খাগড়াছড়ি  :
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জেলা পরিষদ ও কৃষি বিভাগের উদ্যোগে ৮০০ কৃষক-কৃষাণীর মাঝে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ এবং জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে।

 

১ নভেম্বর ২০২৩ বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে এবং কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসানের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

 

এ সময় জেলা পরিষদের উদ্যোগে ৫০০ জন কৃষক-কৃষাণীকে ৮ ধরণের লাউ, বেগুন, শিম, মুলা, বরবটি, পালংশাক, লালশাক, কলমি শাক সবজি বীজ এবং কৃষি বিভাগের উদ্যোগে প্রণোদনা হিসেবে ২৮০ জনকে সরিষা, ভূট্টা, সূর্যমূখী, চীনা বাদাম ও প্রয়োজনীয় সার বিনা মূল্যে বিতরণ করা হয়।

 

 

এ ছাড়া জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন উপলক্ষে শ্রেষ্ট ইঁদুর নিধনকারী মো. রমিজ আলীকে পুরস্কার প্রদান করা হয়।

 

অন্যান্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহিউদ্দিন আহমদ সহ উপকারভোগীগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button