Breakingঅপরাধখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

বাইল্যাছড়িতে ২ টি মোটর সাইকেল পুড়ে দিলো উপজাতীয় সন্ত্রাসীরা

সম্প্রীতি বিনষ্টের অভিযোগ

চেঙ্গী দর্পন প্রতিবেদক , গুইমারা, খাগড়াছড়ি : জেলার ৫ উপজেলায় আঞ্চলিক সশস্ত্র সংঘঠন ইউপিডিএফের ডাকা আধাবেলা সড়ক অবরোধের শেষ হয়েছে দুপুর ১২ টায়। ৪ সেপ্টেম্বর বিকাল ৫ টায় গুইমারার বাইল্যাছড়ি স্কুল পাড়ায় মোটর সাইকেলকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে ২ টি মোটর সাইকেল আগুনে পুড়িয়ে দিয়েছে উপজাতীয় সন্ত্রাসীরা।

মোটর সাইকেলের ২ টির মালিক মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার আনোয়ার হোসেন , গুইমারা উপজেলার বুদং পাড়ার আরিফুল ইসলাম বলে জানা গেছে।

জানা যায় , ৪ সেপ্টেম্বর ২০২২ রবিবার বিকাল ৫ টায় বাইল্যাছড়ি স্কুল পাড়ায় ১৫/১৬ জন দূর্বৃত্ত এসে ৫ রাউন্ড গুলি করে এবং ২ টি মোটর সাইকেলে আগুন ধরিয় দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উপজাতীয় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সংগঠক অংথোই মারমা ওরফে আগুন প্রতিপক্ষ উপজাতীয় আঞ্চলিক সংগঠনের হামলায় হত্যাকান্ডের শিকার হওয়ায় ক্ষুদ্ধ ইউপিডিএফের কর্মীরা একের পর এক বাঙালীদের গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ করছে ক্ষতিগ্রস্তরা।

উপজাতীয় আঞ্চলিক সংগঠনগুলো পার্বত্যাঞ্চলে বসবাসরত পাহাড়ি বাঙালীদের মধ্যে সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা করছে বলে দাবী করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোকতাদের হোসেন।

Related Articles

Back to top button