পানছড়িতে মৎস চাষীদের প্রশিক্ষণ
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি : জেলার পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ ও মৎস নার্সারী ব্যবস্থাপনা বিষয়ক মৎস চাষীদের প্রশিক্ষন সম্পন্ন হলো।
৩ মার্চ ২০২২ বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস ও প্রাণীসম্পদ কমিটি এবং উপজেলা মৎস অফিস বাস্তবায়িত দুই দিনের মৎস চাষীদের প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা রুবাইয়া আফরোজ, উপজেলা মৎস কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা,ইউজিডিপি জেলা সমম্বয়ক টিটু চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার বিভবাগ ও জাপান ইন্টার ন্যাশনাল কো অপারেশন এজেন্সির সহায়তায় ও পানছড়ি উপজেলা পরিষদের আয়োজিত কার্প জাতীয় মাছের মিশ্রচাষ ও মৎস নার্সারী ব্যবস্থাপনা বিষয়ক ১ম ব্যাচ প্রশিক্ষনে ৩০ জন মৎস চাষী অংশ গ্রহন করেন। আগামী ৯-১০ মার্চ ২য় ব্যাচে আরো ৩০ জন মৎস চাষী অংশ গ্রহন করবেন।