Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

সিন্দুকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফের প্ররোচনায় উত্তেজনা সৃষ্টি

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি খাগড়াছড়ি:

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলার অন্তর্গত সিন্দুকছড়িতে ৮ম শ্রেণির এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্কুল ছাত্রী(১৪) বাজারের উপর দিয়ে স্কুলে যাওয়ার সময় ভুলক্রমে ব্যাবসায়ীর হাত গায়ে লাগার ঘটনায় ইউপিডিএফের উদ্দেশ্য মূলক ষড়যন্ত্রের কারণে এলাকায় উত্তেজনা তৈরী হয়েছে ।

 

 

 

জানা যায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে স্কুলে যাওয়ার পথে এক ব্যাবসায়ী কলা তোলার সময় ওই স্কুল ছাত্রীর গায়ে হাত লেগে পড়ে গেলে তাকে উপস্থিত পাহাড়ি লোকজন মারধর করে। এক পর্যায়ে মব তৈরী করে। উল্লেখ্য যে আজ সিন্দোকছড়ি বাজারে ধার্যকৃত সাপ্তাহিক হাটের দিন।

 

 

 

খবর পেয়ে সিন্দুকছড়ি জোনের একদল সেনা সদস্য ও গুইমারা থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করে। এতেও ইউপিডিএফের সমর্থিত পিসিপি সহ লোকজন বাধা প্রদান করে। স্থানীয় শিক্ষার্থীদের সাথে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। ঘটনাস্থলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে। বর্তমানে এ নিয়ে উত্তেজনা চলমান রয়েছে।

 

 

 

স্হানীয়দের কথা বলে জানা যায়, স্কুল ছাত্রীর পিতা ইউপিডিএফ এর সক্রিয় সদস্য হিসেবে আটক হয়েছিল। যার ফলশ্রুতিতে তুচ্ছ ঘটনাকে বড় আকার ধারন করতে মরিয়া ইউপিডিএফ।

 

 

গুইমারা উপজেলায় পাহাড়ী ও বাঙালী সাধারণ মানুষের বদ্ধমূল ধারনা আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ আগামী নির্বাচনকে সামনে রেখে গুইমারা, মানিকছড়ি উপজেলায় হট্রগোল সৃষ্টি করে পাহাড়ি বাঙালী সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে। যাতে করে তারা সাম্প্রদায়িক ইস্যুকে ভর করে সুবিধা করতে পারে এবং বাংলাদেশ সেনা বাহিনীকে বিতর্কিত করতে পারে।

 

 

পাহাড় বিশ্লেষকগন বলছে, এই ধরনের অপ্রীতিকর একের পর এক ঘটনা পাহাড়ের মানুষের জন্য দুঃখ বয়ে আনতে পারে , দূর- দূরান্তের ব্যাবসায়ীগন এইধরনের অপ্রীতিকর ঝামেলা এরাতে পাহাড়ের হাঁট-বাজার পরিহার করার সম্ভাবনা খুব বেশি। এতে করে পাহাড়ে উৎপাদিত ফসল সূলভ মুল্যে বিক্রি করতে  না পারলে লোকসান গুনতে হবে পাহাড়ের কৃষকদের।

Related Articles

Back to top button