থানচিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, থানচি,বান্দরবান :
কোমল মতি প্রাথমিক শিক্ষার্থীদের মিলন মেলা ও অংশগ্রহন মূলক কবিতা আবৃত্তি,তালে তালে নৃত্য,একক কন্ঠের গান সহ নানান খেলাধুলা বিজয়ীদের পুরুস্কার ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
১৭ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার দিন ব্যাপী জেলার থানচি উপজেলা শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মিনি স্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে সনদ পত্র ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খেমংথুই মারমা সঞ্চালনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নিজাম উদ্দিন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান চৌধুরী শুভ উদ্বোধন করেন।
প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ঠরা জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইস্যুকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে এই প্রতিযোগিতায় ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং ইত্যাদি ইভেন্ট রাখা হয়েছে। প্রত্যেকটি ইভেন্টে উপজেলা বাধ্যতামূলক প্রাথমিক বিদ্যালয়ের পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ১ম স্থান বিজয়ীদের এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
অন্যান্যদের মধ্যে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, বলিপাড়া স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যশৈমং মারমা, ক্যচু পাড়া স: প্রা: বি: প্রধান শিক্ষক মনিরাম ত্রিপুরা, হেডম্যান পাড়া স: প্রা: বি: প্রধান শিক্ষক চশৈউ মারমা,মডেল স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসাচিং মারমা প্রমূখ।