Breakingশিক্ষা / চিকিৎসাসারাদেশ
সাংবাদিক কণ্যা জেরিণের গোল্ডেন জিপিএ অর্জন
চেঙ্গী দর্পন , স্টাফ রিপোর্টার,ঝালকাঠি :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের-বিএমএসএফ প্রতিষ্ঠাতা সাংবাদিক আহমেদ আবু জাফরের কন্যা সুস্মিতা আহমেদ জেরিন ৩ বিষয়ে শতভাগ নম্বর পেয়ে এসএসসি বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে।
বিষয়গুলো হল অংকে ১০০%, উচ্চতর গণিতে ১০০% ও পদার্থ বিজ্ঞানে ১০০% নম্বর সহ রসায়ন বিজ্ঞানে ৯৭%, জীব বিজ্ঞানে ৯২%, ইংরেজী দু’টিতে ১৯২ ও বাংলা দু’টিতে ১৮২ নম্বর পেয়েছে।
জেরিন ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ছাত্রী। সে কম্পিউটার বিজ্ঞানে পড়ালেখা করতে আগ্রহী।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা ও বিদ্যালয়ের শিক্ষক সহ সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।