Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে ভারতীয় মালামাল সহ ১ জন আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি  :
জেলার পানছড়িতে অবৈধ পথে আনা ভারতীয় কসমেটিক ও জুতা সহ একজনকে আটক করেছে থানা পুলিশ।

 

সুত্র জানায় , ০৯ অক্টোবর ২০২৩, সোমবার দুপুর আনুমানিক দেড় ঘটিকায় দমদম বটতলী এলাকা হতে এ এলাকার মোঃ আবদুল ছোবহানের ছেলে মোঃ জুয়েল মিয়া (২৮) কে এস আই সৈয়দ সানাউল্লাহ ও সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে একলক্ষ আটহাজার টাকার ভারতীয় বিভিন্ন কসমেটিকস প্রসাধনী ও ২১ জোড়া পায়ের সেন্ডেল -জুতা সহ আটক করে অপর ১ সহযোগী পালিয়ে গেছে।

 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, অবৈধ মাদক ও চোরাচালান রোধে পানছড়ি থানা পুলিশের নিয়মিত অভিযানে ভারতীয় কসমেটিকস প্রসাধনী ও সেন্ডেল -জুতা সহ মোঃ জুয়েল মিয়া নামে একজন কে আটক ও অপর একজন পলাতক রয়েছে । আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তাকে আগামীকাল মঙ্গলবার সকালে মামলার মাধ্যমে খাগড়াছড়ি সদর কোর্ট হাজতে পাঠানো হবে।

Related Articles

Back to top button