Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

চেঙ্গী দর্পন ,স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : মাননীয় প্রধান মন্ত্রীর সাহসী পদক্ষেপেই দেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং এমপি। খাগড়াছড়িতে একদিনে ৪২ সেতুর উদ্বোধনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়ে অব্যাহত উন্নয়নের মাধ্যমে পাহাড়-সমতল সম উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। পাহাড় এখন আর পিছিয়ে পড়া জনপদ নয়। পাহাড়ের পর্যটন খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপুর্ন ভুমিকা রাখছে।

 

৭ নভেম্বর ২০২২ সোমবার বিকালে জেলার মাটিরাঙ্গায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ( প্রতিমন্ত্রীর পদমর্যাদা ) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বাসন্তী চাকমা এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধূরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু প্রমুখ।

 

মাটিরাঙ্গায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বই ক্রয়ের জন্য দুই লাখ টাকা অনুদান ঘোষণা করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং এমপি বলেন, এ পাঠাগারে বই পড়ে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে সঠিক ধারণা পাবে।

বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারটি রক্ষায় আওয়ামীলীগের নেতাকর্মীদের দায়িত্ব নেয়ার আহবান জানান ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, এ পাঠাগারকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পাঠশালা হিসেবে গড়ে তুলতে হবে।

 

 

এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব, পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button