Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

হাটহাজারীতে যানজট নিরসনে অভিযান

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,হাটহাজারী , চট্টগ্রাম: হাটহাজারীতে যানজট নিরসনে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।

 

১০জানুয়ারি ২০২৩ মঙ্গলবার বিকালে হাটহাজারী বাসস্ট্যান্ডে যানজট নিরসনে অভিযান চালানো হয়। অভিযানে ১৬ টি সিএনজি আটক করা হয় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ২৮,৭০০ টাকা জরিমানা করা হয় হয়। এছাড়াও ফুটপাত দখলের অভিযোগে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এ তিন ব্যবসায়ীকে ৬,০০০ টাকা জরিমানা করা হয়। মোট ১৯ মামলায় ৩৪,৭০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী ট্রাফিক পুলিশ । এছাড়া অভিযানকালে হাটহাজারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ ও নির্বাহী কর্মকর্তা বিপ্লব মহুরী অংশগ্রহণ করেন।

 

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম জানান,সড়ক দুর্ঘটনা রোধ ও যানজট কমাতে জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয়ের বিভিন্ন নির্দেশনার প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button