Breakingচট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাসারাদেশ

হাটহাজারীতে বৈদ্যুতিক লাইন স্পর্শে নিহত ১

চেঙ্গী দর্পন প্রতিবেদক, হাটহাজারী, চট্টগ্রাম :
চট্টগ্রামের হাটহাজারীতে ড্রাম ট্রাক দিয়ে বালু ফালানোর সময় বৈদ্যুতিক লাইন স্পর্শে আমির হোসেন (৪৭) নামে ড্রাম ট্রাকের চালক নিহত হয়।

গতকাল বুধবার দিবাগত রাতে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নুরুল ইসলামের পুত্র নিহত আমির হোসেন ফতেয়াবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। ।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় একটি ড্রাম ট্রাক দিয়ে বালু ফালানোর সময় ৩৩ কে.ভি বৈদ্যুতিক লাইনে জড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় চালক আমির হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইহাবুল আলম তাকে মৃত বলে ঘোষণা করেন।

২ মার্চ ২০২৩ বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান বলেন, ড্রাম ট্রাক দিয়ে বালু পালানোর সময় বিদ্যুৎ স্পর্শ হয়ে ড্রাইভিং সিটে আটকা পরে চালক আমির হোসেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Related Articles

Back to top button