Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

লক্ষ্মীছড়িতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইশতিয়াক ইমন।

রোববার ২৩ অক্টোবর ২০২২ রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পশ্চিম জুর্গাছড়ি এলাকায় পৌছার আগেই আমন্ত্রিত অতিথিগণ, বর পক্ষের লোকজন ও কাজি পালিয়ে যায়। উপস্থিত লোকজনের স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে বাল্য বিয়ে হবে না মর্মে ইউপি সদস্য মো: জয়নাল আবেদিনের জিম্মায় কনেকে রাখা হয়। কনের পিতা মো: সোলেয়মান মেয়ের বিয়ের বয়স হয়নি বলে স্বীকার করেন। তার আরো ৪ মেয়ে ও ১ছেলে রয়েছে। বাকি মেয়েদের বিয়ে হয়েছে আগেই। পরিস্থিতির শিকার হয়ে বিয়ের আয়োজন করতে হয়েছিল বলে কনের পিতা জানান।

সবাইকে সতর্ক করে দিয়ে ইউএনও বলেন, কোনো অবস্থায় বাল্যবিয়ে হবে না। আইন মেনে চলার পরামর্শ দেন তিনি। এসময় থানার অফিসার ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাশেদ, উপজেলা শিক্ষা অফিসার শুভাশীশ বড়ুয়া, তথ্যসেবা কর্মকর্তা মনিরা বেগম, তথ্যসেবা সহকারী নাইম্রাচিং মারমা, লক্ষ্মীছড়ি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মো: মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

সূত্র জানান, তিনট্যহরি এলাকার মো: মুন্সী মোবাইলে মেয়ের সাথে কথা বলতো এমন অভিযোগের ভিত্তিতে গ্রাম্য শালিসে এ বিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। ঘটনাটি জানার সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে এ বিয়ে বন্ধ করেন।

Related Articles

Back to top button