Breakingঅপরাধখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে ভ্রাম্যমান আদালতে ৪ করাত কল মালিকের জরিমানা

চেঙ্গী দর্পন প্রতিবেদক,রামগড় ,খাগড়াছড়ি : জেলার রামগড়ে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪ করাতকল মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রামগড় পৌরসভা এলাকায় অভিযানকালে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত।

জানা গেছে, রামগড় বাজারে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ক্রয়কৃত ও বিক্রিত কাঠ ও অন্যান্য বনজদ্রব্যের উৎসের উল্লেখসহ ক্রয়-বিক্রয় এবং চিরাই এর হিসাব সংরক্ষণ না করে রামগড় বাজারের কাজী স’মিল, কাশেম স’মিল, ফয়েজ স’মিল ও ভূঁইয়া স’মিলের মালিকরা দীর্ঘদিন ধরে কাঠ চিরাইয়ের কাজ করে আসছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন, বিধি বহির্ভুত ভাবে করাতকল পরিচালনা করার দায়ে করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ এর দন্ড ১২ বিধি মোতাবেক ৪ করাত কল মালিকে অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button