Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলসারাদেশ

মানিকছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্ম দিবস উদযাপন

চেঙ্গী দর্পন প্রতিবেদক,মানিকছড়ি .খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মানিকছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৮ সেপ্টেম্বর ২০২২ সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সূচয়ন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নির্বাহী অফিসার রক্তিম রৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শফিউল আলম চৌধুরী, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, তিনটহরী ইউপি চেয়ারম্যান মো. আবুর কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থী রায়হানা।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তৎকালীন ফরিদপুরের টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মায়ের কাছে বেড়ে উঠা শেখ হাসিনা ১৯৫৪ সাল থেকে ঢাকায় পরিবারের সঙ্গে বেড়ে ওঠেন। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রী থাকা অবস্থায় ছাত্র রাজনীতিতে সক্রিয় হন। ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলনে অংশ নেন এবং কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। এছাড়াও শেখ হাসিনা ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তবে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে শেখ হাসিনা সরকার।

Related Articles

Back to top button