Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

মানিকছড়িতে দুর্গাৎসবের প্রতিমা বিসর্জন সম্পন্ন

চেঙ্গী দর্পন প্রতিবেদক,মানিকছড়ি ,খাগড়াছড়ি :
সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বড় উৎসব দুর্গাপূজার মহা দশমীতে আনুষ্ঠানিকতা শেষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটি মন্দিরের উদযাপিত দুর্গা প্রতিমা সমুহ ডোবা ও লেকে শান্তি পূর্ণ পরিবেশে বিসর্জন দেওয়া হয়েছে।

গতকাল বুধবার দুর্গাপূজার দশমীতে মন্ডবে মন্ডবে পুস্পাঞ্জলী শেষে দুপুরের পর বিসর্জনের প্রস্তুতি শুরু করেন পূজা উদযাপন কমিটি। মানিকছড়ি বাজার শ্রী শ্রী রাজ শ্যামা কেন্দ্রীয় কালী মন্দিরের প্রতিমা মন্দির সংলগ্ন পুকুরে, একসত্যা পাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের প্রতিমা মন্দির সংলগ্ন পুকুরে, তিনটহরী শ্রী শ্রী দুর্গা মন্দিরের প্রতিমা তিনটহরী গোদার পাড় পুকুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে বিসর্জন দেওয়া হয়েছে। দশমীর সমাপনী দিনেও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম উপস্থিত ছিলেন।

উপজেলার তিনটি মন্ডবে শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় প্রশাসন ও জন প্রতিনিধিদের আন্তরিকতায় কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রুপেন পাল ও সাধারণ সম্পাদক অমর কান্তি দত্ত।

Related Articles

Back to top button