Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানশীর্ষ সংবাদসারাদেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে অস্ত্র-গুলি সহ ৪ রোহিঙ্গা আটক

চেঙ্গী দর্পন ,স্টাফ রিপোর্টার , বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র – গোলা বারুদ উদ্ধার সহ অস্ত্র পাচারে জড়িত থাকায় অভিযোগে চার রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব -১৫।

র‍্যাব -১৫ এর মিডিয়া কর্মকর্তা আবু সালাম চৌধুরী জানান, ৭ জানুয়ারী ২০২২ শুক্রবার ভোরে এ অভিযান চালানো হয়।কুতুপালং ঘুমধুমের রাবার বাগানের পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশ কিছু গোলা বারুদ উদ্ধার করা হয়।

অভিযানে কুতুবপালং ১ নং ক্যাম্পের ব্লক – এ/৩ এর আশুক জামানের ছেলে মোঃ নুর (৩২), ইমাম হোসেনের ছেলে নাজুমুল্লাহ (৩৪), একই ক্যাম্পের আবদুস সবুরের ছেলে খাইরুল আমিন (১৯) ও তাজনিমার খোলা ১৩নং ক্যাম্পের ব্লক এফ/২ এর ছৈয়দুল ইসলামের ছেলে আমান উল্লাহ (২৩) কে আটক করা হয়।

Related Articles

Back to top button