Breakingচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলবান্দরবানশীর্ষ সংবাদসারাদেশ

বান্দরবানের দুই উপজেলায় পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা

চেঙ্গী দর্পন , স্টাফ রিপোর্টার, বান্দরবান :
নিরাপত্তা জনিত কারনে আবারোও বান্দরবানের দুই উপজেলায় পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন। এবার থানচি ও আলীকদম দুই উপজেলা নিষেধাজ্ঞা আসলো।

বান্দরবান পার্বত্য জেলা ম্যাজিষ্ট্রেট (রুটিং দায়িত্ব) উপ- সচীব মো: লুৎফর রহমান স্বাক্ষরীত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ২৩ অক্টোবর ২০২২ হতে ৩০ অক্টোবর ২০২২ পর্যন্ত সকল দেশী বিদেশী পর্যটক প্রবেশ নিষিদ্ধ করেছেন।

গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বান্দরবান জেলার থানচি ও আলীকদম দুই উপজেলায় পাহাড়ে গহিন অরন্যে অস্ত্রধারী বিচ্ছিন্নতাবাদী সংন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ের সুনিদিষ্ট তথ্য সংগ্রহের জন্য সদর দপ্তর বান্দরবান সেনা রিজিয়ন ২২ অক্টোবর ১৪০/৩১/জিএস (ইন্ট) পত্রের আলোকে রিজিয়ন কর্তৃক অধিপত্য বিস্তার মূলক টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করত: বান্দরবানে থানচি ও আলীকদম দুই উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমনের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন।

এর আগে রুমা ও রোয়াংছড়ি দুই উপজেলায় পর্যটকদের ভ্রমনের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল স্থানীয় প্রশাসন।

Related Articles

Back to top button