Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিসারাদেশ

প্রজেক্ট পরিদর্শনে রাঙামাটির কাপ্তাই সফরে মার্কিন রাষ্ট্রদূত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, কাপ্তাই , রাঙামাটি :
মার্কিন দূতাবাসের অর্থায়নে ও ইউএনডিপি’র তত্ত্বাবধানে চলমান কয়েকটি প্রজেক্ট পরিদর্শনে কাপ্তাই সফরে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

৫ মার্চ ২০২৩ রবিবার সফরের অংশ হিসেবে তিনি কাপ্তাই রেঞ্জের আওতাধীন ব্যাঙছড়ি বনফুল রেস্ট হাউজে আসলে রাঙামাটি পার্বত্যাঞ্চলের বন সংরক্ষক মোঃ মিজানুর রহমান তাকে অভ্যর্থনা সহকারে ফুলেল শুভেচছা জানান।এ সময় চট্টগ্রাম বন সংরক্ষক বিপুল চন্দ্র দাশ, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সালেহ মোঃ শোয়েব খান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে সহ মার্কিন রাষ্ট্রদূতের সাথে আগত ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

 

আয়োজিত সভায় ইউএনডিপি’র চলমান প্রকল্প সমুহের কার্যক্রমের বিষয়ে বনফুল রেস্ট হাউজে এক সভা অনুষ্ঠিত হয় । এ সময় ডিভিশনাল ফরেস্ট অফিসার,রেঞ্জ অফিসার ও বিট কর্মকর্তাদের সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মতবিনিময় করেন।

 

এছাড়াও দুপুরে ক্যারেট পাড়ায় উপজাতীয় জনগোষ্ঠীর সাথে মত বিনিময় সভা করেন।

Related Articles

Back to top button