Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়ি সরকারি কলেজে নবীন বরণ,বিদায় ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি :
২০২৩ সেশনের নবাগত শিক্ষার্থীদের বরণ,বিদায়ী শিক্ষকদের বিদায় ও গুনীজনদের সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ির পানছড়ি সরকারি কলেজ।

 

৬ মার্চ ২০২৩ সোমবার সকালে কলেজ মাঠ আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ সমীর দত্ত চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খান।

এতে অন্যান্য অতিথিদের ছিলেন মধ্যে প্রফেসর ডক্টর সুধীন কুমার চাকমা, প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান, মধুমঙ্গল চাকমা, প্রফেসর সুদত্ত সেবক বড়ুয়া, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, জেলা পরিষদের সাবেক সদস্য খগেশ্বর ত্রিপুরা, সতীস চন্দ্র চাকমা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ,কলেজে শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ।

অনুষ্ঠানের শুরুতেই গুণীজনদের সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা শেষে কলেজের শিক্ষক সহকারী অধ্যাপক ধনবিকাশ চাকমা ও সুজিত চাকমা-কে অবসর জনিত বিদায়ে, তাঁদের আগামী দিনগুলিতে সুস্বাস্থ্য কামনা করে, আমন্ত্রিত অতিথি ও কলেজের পক্ষে শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ক্রেস্ট ও উপহার দেন।

 

বিকালে অতিথিদের সম্মানার্থে আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।

Related Articles

Back to top button