Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

পানছড়িতে ৫ ইউপি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছে নির্বাচন অফিস

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি,খাগড়াছড়ি: সর্বশেষ ৭ম ধাপের নির্বাচনে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ এর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের ভোট গ্রহনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছে উপজেলা নির্বাচন অফিস ।

২৩ জানুয়ারী রবিবার দুপুর ১২ টা থেকে বিকাল পর্যন্ত উপজেলা পরিষদ ‍মিলনায়তনে আনষ্ঠানিকভাবে ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও স্বতন্ত্রসহ ২৪ জন, মহিলা মেম্বার পদে ৫৩ জন, পুরুষ মেম্বার পদে ১৪৬ জন প্রার্থীদের নির্বাচনী প্রতিক ঘোষনা করার পর প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণা চালিয়ে ৫ ফেব্রুয়ারী ২০২২ শনিবার সন্ধ্যা আটটায় শেষ হয়। তারই ধারবাহিকতায় নির্বাচন কমিশনের নির্দশনা মোতাবেক ভোট কেন্দ্রে প্রয়োজনীয় ব্যালট, সিল গাম,ব্যালট বাক্স সহ সকল কিছু ৪৬ টি কেন্দ্রের ভোট গ্রহনের জন্য প্রস্তুতি প্রায় শেষের পথে।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, দায়িত্ব পালনের সুবিধাথে ৫ টি ইউনিয়নকে দু’ভাগে ভাগ করে দুজন রিটার্নং অফিসার নিয়োগ করা হয়েছে। তন্মদ্ধে ১ নং লোগাং ও ২ নং চেঙ্গী ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার দায়িত্ব পালন করছেন। ৩নং পানছড়ি, ৪ নং লতিবান ও ৫নং উল্টাছড়ি ইউনিয়নে উপজেলা নির্বাচন অফিসার রিকল চাকমা দায়িত্ব পালন করছেন।

উল্ল্যেখ্য , ১নং লোগাং ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৭ শত ৩৬ জন , ২নং চেঙ্গী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৭ শত ৭৯ জন , ৩ নং পানছড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৩ শত ৯৭ জন, ৪ নং লতিবান ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৪ শত ২৭ জন , ৫ নং উল্টাছড়ি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৬ শত ৬১ জন , উপজেলায় ৫ ইউনিয়নে মোট ৫২ হাজার জন লোক ভোট প্রয়োগ করবেন।

৫ ফেব্রুয়ারী শনিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার রিকল চাকমা জানান, জনগন সুষ্ঠভাবে তাদের ভোটাধিকার প্রয়োগে যেন কোন সমস্যার সৃস্টি না হয়, সেদিকে খেয়াল রেখে প্রতিটি কেন্দ্রের প্রয়োজনীয় সরঞ্জামাদি গোছানোর কাজ প্রায় শেষের পথে। ৬ ফেব্রুয়ারী সকাল থেকে ৫ ইউনিয়নের প্রিজাইডিং অফিসার ,পোলিং অফিসার সহ নিরাপত্তা বাহিনীর কাছে বুঝিয়ে দেওয়া হবে। তফসিল অনুযায়ী, সর্বশেষ ধাপের নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মধ্যে ০৭ ফেব্রুয়ারী ২০২২ মোট ৪৬ টি ভোট কেন্দ্রে ১৬৭ টি কক্ষে ভোটারদের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Related Articles

Back to top button