Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়িতে প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি : জেলার পানছড়িতে প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুন ২০২২ বৃহস্পতিবার পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আবু সাইদ উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন দলে ভাগ হয়ে প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগের উপর প্রেজেন্টেশন তৈরী করে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, কৃষি কর্মকর্তা নাজমুল হোসাইন মজুমদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম, প্রানী সম্পদ অফিসার ডাক্তার সমাপন চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা, সরকারি প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিক , শিক্ষক প্রতিনিধি সহ বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী এতে অংশ গ্রহন করেন।

Related Articles

Back to top button