Breakingকৃষিখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে গরু খামারীদের প্রশিক্ষণ উদ্ভোধন

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,পানছড়ি,খাগড়াছড়ি :জেলার পানছড়িতে আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুস্ট করণ প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি খামারি প্রশিক্ষণ শুরু হয়েছে।

২২ ফেব্রুয়ারী ২০২২ মঙ্গলবার সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল পানছড়ির আয়োজনে গন গ্রন্থাগারের হল রুমে গরু খামারীদের তিন দিনের প্রশিক্ষন কর্মশালা উদ্ভোধন করেন,জেলা প্রাণী সম্পদ অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সরকার আশরাফুল ইসলাম। উপজেলা নির্বাহি কর্মকর্তা রুবাইয়া আফরোজের সভাপতিত্বে ৩০ জন গরু খামারীর প্রশিক্ষণ কর্মশালায় সমন্বয়ক হিসাবে কাজ করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার সমাপন চাকমা।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল সুত্র জানায়, সাধারণত ৪-৫ টি গরু নিয়ে বছরের যে কোন সময় গরু হৃষ্ট পুষ্টকরণ পদ্ধতি হাতে নেওয়া যায়। বাংলাদেশে বিশেষ করে কোরবানী ঈদকে সামনে রেখে কৃষকরা গরু মোটা তাজা করণে আগ্রহি হয়। সঠিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্ট করণে সহযোগীতা করতেই পানছড়িতে ২২ ফেব্রুয়ারী থেকে ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত তিন দিনের প্রশিক্ষনের আয়োজন করেছে উপজেলা প্রাণী সম্পদ অফিস।

Related Articles

Back to top button