Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে কাজের ঠিকাদারি নির্বাচনে লটারী

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি, খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে ২০২২ -২০২৩ অর্থ বছরে গ্রামীন রাস্তা সমুহ টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড ( এইচবিবি) করণ ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় ১টি প্যাকেজের মধ্যে একই দরে দাখিলকৃতদের মধ্যে লটারীর অনুষ্ঠিত হয়।

 

১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ২০২২ -২০২৩ অর্থ বছরে গ্রামীন রাস্তা সমুহ টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড ( এইচবিবি) করণ ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের লটারীর কার্যক্রমে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল খালেক, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সরকার, থানা উপ পরিদর্শক আবু হোসেন নিপু , ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা সহ ঠিকাদারগন উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ বলেন, কাজ প্রাপ্তির সচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ঠিকাদার নির্ণয় করতে হয়েছে। উল্লেখ্য, ঠিকাদারগন কাজের প্রাপ্তির জন্য একই দামে ১৮৫ জন ঠিকাদার দরপত্র জমা দেয় , তন্মধ্যে ত্রুটি জনিত কারনে ৩ টি দরপত্র বাতিল হয়। বাকি ১৮২ টি দরপত্রের ক্রমিক অনুযায়ী লটারি অনুষ্ঠিত হয় । তন্মধ্যে ১ম বিজয়ী ৬৮ নং ক্রমিকে মেসার্স জননী এন্টার প্রাইজ পানছড়ি ও ২য় হিসাবে ১৪৭ নং ক্রমিকে মেসার্স রুহিত এন্টার প্রাইজ খাগড়াছড়ি নির্বাচিত হয়।

Related Articles

Back to top button