Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে করোনায় কর্মহীন অসহায়দের মাঝে পাঁচ কিশোরের ইফতার সামগ্রী বিতরন

মো. ইসমাইল, চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি : জেলার পানছড়িতে পাঁচ কিশোরের উদ্যোগে করোনায় গৃহ বন্দী অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।

২৩ এপ্রিল শুক্রবার দুপুরে পানছড়ি বাজারের পাঁচ কিশোর বন্ধু ইসমাইল হোসেন মুন্না, মুনেম উজ্জামান রাফি, কাজী লিকন, শরিফুল ইসলাম জুয়েল ও আক্তার হোসেন ৩০ পরিবারের দরজায় দরজায় ইফতার সামগ্রী পৌছে দেয়।


তারা পাঁচ বন্ধুর কাছে জানতে চাইলে বলেন,আমরা আমাদের নিজেদের সঞ্চয়ী টাকায় করোনা প্রাক্কালে অসহায় গরীবদের জন্য কিছু করার ইচ্ছা পোষন করি। এরি মাঝে আমাদের কয়েকজন বড়ভাই আমাদেরকে আরো কিছু সহযোগীতার হাত বাড়ালেন।এতে আমরা আমাদের বাজেট একটু বেশী দিতে পারলাম। আমাদের পরিবার থেকে দেওয়া নিজেদের খরচের টাকা বাঁচিয়েই করোনায় লকডাউনে অসহায় পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরন করেছি।

এতে প্রত্যেক পরিবারকে ১ কেজি ছোলা বুট ,সয়াবিন তৈল ১ লিটার,ডাল ১ কেজি,চিনি ১ কেজি,গোল আলু ২ কেজি,মুড়ি ৫০০ গ্রাম, টেঙ্গ শরবত পাউডার ২৫০ গ্রাম , খেজুর ৫০০ গ্রাম হিসাবে বিতরণ করি। মোট ৩০ পরিবারকে দেওয়া হয়েছে।

করোনায় কর্মহীন অসহায়দের পাশে বিত্তবানগন এগিয়ে আসলে সমাজের আরো উপকার হতো।

Related Articles

Back to top button