খাগড়াছড়ি নৌকার প্রচারণায় ব্যস্ত জেলা যুব মহিলা লীগ

স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
আসন্ন ৭জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও চলমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা’র সমর্থনে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসংযোগ ও উঠান বৈঠক করা হয়েছে।
শনিবার ২৩ ডিসেম্বর দিনব্যাপি এ জনসংযোগ ও উঠান বৈঠক করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা যুব মহিলা লীগের জেলা সভাপতি বিউটি রাণী ত্রিপুরা। এদিন খাগড়াছড়ি সদর ইউনিয়ন ও গোলাবাড়ী ইউনিয়নে এ নির্বাচনী জনসংযোগ ও উঠান বৈঠক করা হয়।
নির্বাচনী জনসংযোগ ও উঠান বৈঠকে বক্তারা বলেন,আমরা উন্নয়নশীল দেশের নাগরিক। আমরা স্মার্ট দেশের নাগরিক হতে চলেছি। তাই দেশকে পিছিয়ে যেতে দেওয়া যাবে না। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ও এ জেলার অসম্প্রদায়িক নেতা কুজেন্দ্র লাল ত্রিপুরা শান্তি সম্প্রীতি উন্নয়ন করে যাচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে খাগড়াছড়ি আসনটি উপহার দেয়ার আহ্বান জানান তারা।
এ নির্বাচনী জনসংযোগ ও উঠান বৈঠকে জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা,খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা চামেলী ত্রিপুরা,জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা বিউটি চৌধুরী,গোলাবাড়ী ইউনিয়নের মহিলা সদস্য অঞ্জলি ত্রিপুরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।