হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যেগে জন্মাষ্টমী পালিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, হাটহাজারী ,চট্টগ্রাম :
পাশবিক শক্তি যখন ন্যায় নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সে শক্তিকে দমন করে মানব জাতির কল্যান এবং ন্যায় নীতি প্রতিষ্ঠা, সত্যের পালন আর দুষ্টের দমন পালনার্থে এই মানব সমাজে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। তাঁর প্রচারিত অমীয় বাণীকে যদি আমরা যথাযথভাবে ধারণ করতে পারি তাহলে বর্তমান সমাজে কোন প্রকার হিংসা, বিদ্বেষ আর হানাহানি থাকবে না। এজন্য আমাদের সকলকে মানবতার কল্যাণে কাজ করে যাওয়া উচিত। আর এই ভাল কাজের মাধ্যমেই দেশকে সন্ত্রাসমুক্ত সোনার বাংলায় পরিণত করা সম্ভব হবে।
শুক্রবার (১৯ আগস্ট) হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর বর্ণাঢ্য মহাশোভাযাত্রা ও আলোচনা সভায় সাবেক মন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি কল্যাণ পালের সভাপতিত্বে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলক ও আশীর্বাদক ছিলেন পুন্ডরীক ধামের সাধারণ সম্পাদক কল্পতরু কেশব দাস ব্রহ্মচারী, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড.শিপক নাথ, মহান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, আলোকিত অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো: শাহিদুল আলম, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন সবুজ, প্রধান বক্তা ছিলেন ছিলেন পরিষদের প্রধান সমন্বয়ক ও শিক্ষক নেতা শিমুল মহাজন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মন্জুরুল আলম মন্জু, জাতীয় শ্রমীক লীগের উত্তর জেলার সভাপতি এডভোকেট মো: শামীম, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মন্জুরুল আলম, জন্মাষ্টমী পরিষদের প্রধান পৃষ্টপোষক লিটন মহাজন, সাংবাদিক বাবলু দাশ, ফতেয়াবাদ পূজা পরিষদের সভাপতি সন্জয় ঘোষ ও স্বাগত বক্তব্য রাখেন কমিটির আহবায়ক ডা. অসীম দাশ গুপ্ত।
সাধারণ সম্পাদক ছোটন দাশ ও উদযাপন পরিষদের সচিব চন্দন নাথের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশীষ দে, শ্যামল নাথ, তপন পাল, প্রকৌশলি আনন্দ নাথ, দিপেন দাশ, লিটন দাশ, লিটন পালিত, নিকু শীল, মুন্সি বিশ্বিজৎ দে, এডভোকেট কৃষ্ণ প্রসাদ নাথ, জনি বিশ্বাস, নটরাজ চৌধুরী, বিধান বনিক, মুখেশ নন্দী, সত্যজিৎ নাথ, সুজন বনিক, ডা: জগদীশ চক্রবর্ত্তী, নয়ন চৌধুরী, সাহস শীল, ঋষিকেশ খাস্তগীর, রিখা শর্মা, এড. সুমন আচার্য্য, বিশ্বজিৎ নাথ,রাজিব নাথ, রন্জন চৌধুরী, মুন্না নাথ প্রমুখ।
শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন খোকন মজুমদার। মহাশোভাযাত্রাটি হাটহাজারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুরনায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।