সীতাকুণ্ডে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, সীতাকুণ্ড , চট্টগ্রাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
১৭ মার্চ ২০২৪, রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্থানীয় সাংসদ। এরপর উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এস এম আল মামুন।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী,সহকারী কমিশনার (ভূমি) মো.আলাউদ্দিন,সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুর উদ্দিন রাশেদ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, আওয়ামীলীগ নেতা সাঈদ মিয়া,সমাজ সেবা কর্মকর্তা লুৎফন নেচ্ছা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম মোস্তফা আলম সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.নুরুচ্ছোপা প্রমুখ।
অন্য দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসকে ঘিরে সীতাকুণ্ড ডিগ্রী কলেজ এর আয়োজনে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে কলেজ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবীর কান্তি নাথের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অফ নিউজ মামুন আবদুল্লাহ। বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মো.মুসা,শিক্ষক পরিষদের সম্পাদক কিশোয়ার মোহাম্মদ বেদারুল আলম,পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বলরাম ভৌমিক,ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মোরশেদ প্রমুখ।