Breakingখাগড়াছড়িজাতীয়পার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি : সারাদেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়ে নানান আনুষ্ঠানিকতায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রামগড় থানা, উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, ওসি মিজানুর রহমান , বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃংখলা বাহিনী সহ পৌর কাউন্সিলরগণ।

অপরদিকে, দিবসটি উপলক্ষে শহরের উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন ও সাধারণ সম্পাদক কাজী আলমগীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

উপজেলা পরিষদ হলে রুমে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন প্রতিযোগিদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

Related Articles

Back to top button