মেডিকেলে কলেজে ভর্তি সুযোগ পাওয়া ৫ শিক্ষার্থীকে মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন পানছড়ির সংবর্ধনা
চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি , খাগড়াছড়ি :
রাঙ্গামাটি মেডিকেলে কলেজে ভর্তি সুযোগ পাওয়া পানছড়ি উপজেলার ৫ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সামাজিক ও মানবিক সংগঠন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন।
৬ এপ্রিল ২০২৪ ,শনিবার দুপুর ১২ টার সময় অনির্বাণ শিল্পী গোষ্ঠী কার্যালয় হতে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করে অতিথিবৃন্দ।
এতে সংগঠন এর যুগ্ন সাধারণ সম্পাদক নজর কান্তি ত্রিপুরা সঞ্চালনায় ও সভাপতি মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক মিঠুন সাহা।
এ সময় অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার শিমুল কর, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও কৃতি শিক্ষার্থীর অভিভাবক জুনেল চাকমা,উপদেষ্টা মন্ডলির সদস্য নিমাই দেবনাথ,সাংবাদিক শাজাহান কবির সাজু , চাঁন মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পানছড়ি উপজেলার ৫জন কৃতি শিক্ষার্থীরা হলেন অবনি ত্রিপুরা, অনন্যা দেওয়ান,ঊষাথোয়াই মারমা,জুলিয়াস চাকমা,সমৃদ্ধি চাকমা।
আয়োজিত অনুষ্ঠানে বক্তারা পাঁচ মেডিকেল কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যত সাফল্য কামনা করে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।