Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

মানিকছড়িতে মগ লিবারেশন পার্টির কালেক্টর অস্ত্র সহ আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক,মানিকছড়ি ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মগ লিবারেশন পার্টির (MLP) কালেক্টরকে আটক করেছে।

 

১৩ জানুয়ারি ২০২৫, সোমবার দুপুরে গরমছড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেজর মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে পুলিশ এবং সেনাবাহিনী। আটককৃত সশস্ত্র সন্ত্রাসী অপ্রুচাই মারমা (৩০) ময়ূরখীল এলাকার মংপ্রু মারমার ছেলে।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত অপ্রুচাই মারমা বেশ কিছুদিন ধরে গরমছড়ি এলাকায় মগ লিবারেশন পার্টির কালেক্টর পরিচয়ে বসবাস করছিলেন। ইতিমধ্যে সে চাঁদাবাজি, অপহরণ এবং অন্যান্য অপরাধ মূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।এসময় তার কাছে থাকা একটি বিদেশি পিস্তল,তিন রাউন্ড গুলি এবং একটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়।

 

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি মগ লিবারেশন পার্টির সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Related Articles

Back to top button