পানছড়িতে মহিলা সমাবেশ ও উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি ,খাগড়াছড়ি : জেলার পানছড়িতে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ ও উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট ২০২২ বুধবার সকালে পানছড়ি উপজেলার ৪নং লতিবান ইউনিয়ন পরিষদ হলরুমে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
করোনা ভাইরাস, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, মানব পাচার ইত্যাদি প্রতিরোধে সরকারের নানামূখী পদক্ষেপ বিষয়ে এ মহিলা সমাবেশ আয়োজন করে খাগড়াছড়ি জেলা তথ্য অফিস।
জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী’র সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনিতা ত্রিপুরা। তিনি বলেন, নারীর উন্নয়নে সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। বেকার মহিলাগণ ঘরে বসে না থেকে সরকারের হাতেখড়ি প্রশিক্ষণ সেবাগুলো গ্রহণ করতে হবে। বিভিন্ন দপ্তরের নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করে, ঋণ সুবিধা নিয়ে নারীদের আর্থিক স্বচ্ছলতা ও ভাগ্য উন্নয়ন নিশ্চিত করতে হবে।
অন্যান্যদের মধ্যে লতিবান ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য-সদস্যা সুমা চাকমা, নিরঞ্জন ত্রিপুরা, দয়া মোহন ত্রিপুরা, কুমল দেবী ত্রিপুরা প্রমূখ বক্তব্য রাখেন ।
বক্তারা সকলেই করোনাভাইরাস, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, মানব পাচার প্রতিরোধে সরকারের নানামূখী পদক্ষেপ বিষয়ে প্রসংশা করেন এবং নারীদের ক্ষমতায়নে সরকারের বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের বিভিন্ন শ্রেণি পেশার মহিলা সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী রিপু খীসা।
সমাবেশে চলচ্চিত্র প্রদর্শনীসহ ডিএফপি কর্তৃক প্রকাশিত মাসিক নবারুন ও সচিত্র বাংলাদেশ পুস্তিকা বিতরণ করা হয়। এবং খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী মূল বিষয়বস্তু তুলে ধরেন।
একই দিনে দুপুরে পূর্ব নালাকাটা এলাকায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা সদর দপ্তর থেকে ভার্চুয়াল সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো: তৈয়ব আলী।
এসময় জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন স্থানীয় মুরব্বী শান্তি বিকাশ চাকমা, কার্বারী (গ্রাম প্রধান) ও স্থানীয় নারী নেত্রী, লতিবান ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্যা (৪,৫ ও ৬নং ওয়ার্ড) সুমা চাকমা প্রমূখ। বৈঠক শেষে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।