Breakingকৃষিখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ /২০২২ উদ্ভোধন

চেঙ্গী দর্পন প্রতিবেদক,পানছড়ি, খাগড়াছড়ি : “নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পানছড়িতেও মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্ভোধন করা হয়েছে।

২৪ জুলাই ২০২২ রবিবার সকালে বর্ণাঢ্য র‌্যালী ,আলোচনা সভা ও পরিষদ পুকুরে মৎস পোনা অবমুক্ত করে দিনটি উদযাপন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস অফিসার প্রিয় কান্তি চাকমার সভাপতিত্বে উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদ্ভোধন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের মৎস্যখাত একটি অন্যতম খাত।বৈশ্বিক মহামারীজনিত প্রতিকূল পরিবেশেও এদেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ,রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ খাতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।প্রাকৃতিক জলাশয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা, জীববৈচিত্র সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও উন্নত প্রযুক্তিনির্ভর কার্যক্রম গ্রহনের ফলে বাংলাদেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ী বিগত ১০ বছরের হিসাব অনুযায়ী মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের বিশ্বে প্রথম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ঊষা মগ , মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান সহ প্রান্তিক পর্যায়ের মৎস চাষী ও মৎসজীবি,উদ্যোক্তা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button