পানছড়িতে গণতান্ত্রিক যুব ফোরাম’র ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পানছড়ি , খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি পানছড়িতে গণতান্ত্রিক যুব ফোরাম’র ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
৫ এপ্রিল ২০২৩ বুধবার সকালে লোগাং এলাকায় এ সভার আয়োজন করা হয়।
গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা শাখার সভাপতি এস মঙ্গল চাকমার সভাপতিত্বে যুব নেতা রিপন ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ পানছড়ি ইউনিটের সংগঠক সম্রাট চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বরুন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি তৃষ্ণাঙ্কর চাকমা প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ২০০২ সালে চট্টগ্রামে জেএমসেন হলে গণতান্ত্রিক যুব ফোরাম প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি জন্মলগ্ন হতে শোষিত , বঞ্চিত ও নিপীড়িত গণমানুষের অধিকারের জন্য লড়াই সংগ্রামে অবিচল ভাবে কাজ করে এসেছে। যার ফলে শাসক গোষ্ঠীরা এই সংগঠনকে দমানোর লক্ষ্যে নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
পাহাড়ে ষড়যন্ত্র মূলক ভ্রাতৃঘাতি সংঘাত বানানোর ষড়যন্ত্র বন্ধ করতে বক্তারা আহবান করে আরোও বলেন, এই সংগঠনটি বিগত দিনে ভূমি বেদখলের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছে।
একই দিন বিকালে পার্বত্য আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ পানছড়ি ইউনিট এর পক্ষে মানিকছড়িতে ঊষা মারমা ও শিমুল চাকমা হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতার ও বিচার সহ সন্তু বাহিনী ভেঙে দেয়ার দাবিতে পানছড়ির পুজগাং হাই স্কুল মাঠ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি পূজগাং বাজারে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ করা হয়।