Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

পানছড়িতে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি  :
জেলার পানছড়ি উপজেলার চেঙ্গীতে “আমরা একঝাঁক বুনোফুল জুম পাহাড়ের বুকে, আঁধার ডিঙিয়ে বেরিয়ে পড়ি বিশ্ববীক্ষা জ্ঞান অন্বেষণে” শ্লোগানকে সামনে রেখে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৪ অক্টোবর ২০২৩ ইং শনিবার চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের হলরুমে পানছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন এর উদ্যোগে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা উপস্থিত ছিলেন।

আলোচক গন বিশ্ব বিদ্যালয়ে ভতি পরীক্ষায় অংশ গ্রহনের যোগ্যতা সহ কিভাবে লেখাপড়া র মান বৃদ্ধি করা যায় এ বিষয়ে বর্তমান সময়ে বিভিন্ন কলেজের এইচ এসসি পাশ ও পড়ুয়া শিক্ষার্থীদের পরামর্শ ও উৎসাহিত করেন।

 

অন্যান্যদের মধ্যে চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কিরন চাকমা , চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, প্রভাষক বাবু শুভাশিস চাকমা ও এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র ছাত্রীবৃন্দ সহ বিভিন্ন কলেজের এইচ এসসি পাশ ও পড়ুয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button