Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

পানছড়িতে ইকোসেক প্রকল্পের জীবিকায়ন সুফল ভোগীদের মাঝে চেক বিতরন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার পানছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে ‘ইকোসেক ‘প্রকল্পের জীবিকায়ন সুফল ভোগীদের মাঝে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আয়োজনে ৩২জন দরিদ্র পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

১৫ জুন ২০২২বুধবার সকালে পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আয়োজনে মোঃ দিদারুল আলম রাফির সঞ্চালনায় ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে ইকোসেক প্রকল্পের জীবিকায়ন চিংসা পাড়া কমিনিউটি প্রজেক্টে সুফলভোগী ৩২ পরিবারকে ত্রিশ হাজার টাকা হিসাবে ৯ লক্ষ , ৬০ হাজার টাকার চেক বিতরন করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মংক্রচিং চৌধুরী, রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের কার্যনির্বাহী সদস্য ধীমান খীসা, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব, ইকোসেক প্রকল্পের ফোকাল পার্সন বাকি বিল্লা, আই আরসির প্রতিনিধি মাহফুজুর রহমান, রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিট অফিসার (ইউএলও) আবদুল গণি মজুমদার সহ সুফল ভোগীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button